এসবিএন, সর্দার মুজাহিদুল ইসলাম, দিরাই প্রতিনিধিঃ দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিক্ষা কমিটির সভাপতি হাফিজুর রহমান তালুকদার বলেন, আমাদের হাওর পাড়ে টাকা, কোন অভাব নেই অভাব আছে শিক্ষার।
যেখানে বাংলাদেশে শিক্ষার হার ৬৮ সেখানে আমাদের এলাকায় ৩৬, এ লজ্জা থেকে আমরা বের হয়ে আসতে চাই।
হাওরাঞ্চলে মাটি অত্যন্ত উর্বর শিক্ষার্থীদের মাঝে আছে প্রচুর প্রতিভা, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে দিরাই উপজেলা পরিষদ শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে।|
রাজনীতির উর্ধে উঠে আমরা হাওর পাড়ে শিক্ষা বিপ্লব ঘটাতে চাই, শিক্ষা বিষয়ে কোন অনিয়ম সহ্য করা হবে না।
সোমবার দুপুর ১২ টায় উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পাবলিক উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, ইউপি চেয়ারম্যান নুরুল হক সহ শিক্ষক শিক্ষার্থী ও পরিচালনায় কমিটির সদস্যবৃন্দ।