বড়লেখা প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ১ (বড়লেখা-জুড়ি) আসনে দিনভর অনিয়ন, কেন্দ্র দখল ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র ভোটারদের ডুকতে না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে বড়লেকা সদরে পাখিয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, হাটবন্দ কেন্দ্র, গাজিটেকা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, শাহবাজপুর নান্দুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র অন্যতম।
এদিকে একাধিক সেন্টারে হতাহতের ঘটনাও ঘটেছে। বিএনপির তরফ থেকে উপজেলার বিভিন্ন সেন্টারে মোট ৩৭জন নেতকর্মী আহত এবং ৫১ জনকে আটকের অভিযোগ পাওয়া গেছে।
বড়লেখা গাজিটেকা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যুবলীগ কর্তৃৃক আহত দারোয়ান আকবর আলী বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপালে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন আমাদের উপজেলা প্রতিনিধি। এই ঘটনায় আওয়ামীলীগ নেতা ডা নজরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন, জুনেদ আহমেদ, সাইফুল ইসলাম, জাকির হোসেন, বাবর আজম, কাদের খান, মিজানুর রহমান।
অন্যদিকে একই সেন্টারে দায়িত্বরত প্রিসাইডিং অফিসারর
সাইফুল ইসলামকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আহত সাইফুলকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।