সিলেট৭১নিউজ ডেস্ক;: মেহেরপুরে পাওয়ারটিলার ও মোটরসাইকেলের সংঘর্ষে তিষা আক্তার নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। রোববার সকালে খালাতো ভাইয়ের সাথে মোটরসাইকেল করে পরীক্ষা দিতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিষা মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণিরছাত্রী ও সদর উপজেলার বামনপাড়ার বাসিন্দা ও জেলা প্রশাসকের গাড়ি চালক আব্দুল মোমিনের মেয়ে।
নিহতের খালাতো ভাই পলাশ জানান, সকালে পরীক্ষার দেয়ার উদ্দেশ্যে তিষাকে মোটরসাইকেলে করে নিয়ে বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কের গতিরোধকে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাওয়ারটিলারের সাথে ধাক্কা লাগে। এতে পলাশ ও তিষা সড়কের ওপরে আছড়ে পড়েন। পরে স্থানীয়রা তষাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তিষাকে তাকে ঘোষণা করেন। খবর পেয়ে মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলমসহ সরকারি কর্মকর্তারা হাসপাতালে ছুটে আসেন ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ দারা খান বলেন, সকালে সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তিষা পরীক্ষা দিতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান