সিলেট৭১নিউজ ডেস্ক;: কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের বেড়িবাঁধের পাশে বোনকে ইভটিজিং করতে দেখে বাধা দিতে গিয়ে বখাটেদের হাতে হামলার শিকার হয়েছেন ভাই। ঘটনার ১২দিন পর মারধরের ভিডিও ভাইরাল হলে পুলিশের টনক নড়ে। এ ঘটনায় অভিযুক্ত রায়হান ও আরমান নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
গত ৩১ মে বিকেলে আশ্রয়ন প্রকল্পের বেড়িবাধে এ ঘটনা ঘটে। শনিবার (১১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়।
হামলার শিকার আব্দু মোনাফ বলেন, ‘কুতুবদিয়া পাড়ায় আশ্রয়ণ প্রকল্পে আমাদের ফ্ল্যাট আছে। সেখান থেকে ৩১ মে আমার বোন মামার বাড়ি যাচ্ছিল। পথে খুরুশকুল মনুপাড়ার জামাল-রায়হানরা বোনকে বিভিন্নভাবে নোংরা ভাষায় কথা বলছিল। পথে আমার বোন কয়েকবার ফিরে আসতে চেয়েছিল। কিন্তু তারা বারবার পথ আটকাচ্ছিল। আমি প্রকল্প থেকে এসব দেখে দৌড়ে আসি। জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তারা আমার বোনকে লাঠি দিয়ে আঘাত করে। কেন মারছে বা নোংরা কথা কেন বলছে জানতে চাওয়ায় তারা আমাকে মারধর শুরু করে।’
মোনাফ অভিযোগ করে বলেন, ‘ঘটনার পরপর আমি হাসপাতালে যাই। সেখান থেকে থানায় অভিযোগ দেই। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেনি। তাই আজ শনিবার তারা এসে আমাকে হুমকি দিয়েছে। এখন যখন ভিডিও ছড়িয়ে পড়েছে। সবাই দৌড়াচ্ছে বলে দাবি মোনাফের।’
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) নাছির উদ্দিন মজুমদার জানান, শনিবার ভিডিওটি ভাইরাল হয়েছে। তারপর থেকে অভিযুক্তদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ। দুজনকে আটক করা হয়েছে।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান