সিলেট৭১নিউজ ডেস্ক;: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অতিরিক্ত মদপান করে মিজানুর রহমান (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। মিজানুরের সাথে মদপান করে এরশাদ হোসেন নামের আরেক ব্যক্তি অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
শুক্রবার মধ্যরাতে কুড়িগ্রাম জেলা সদরে নেয়ার পথে মারা যান মিজানুর রহমান।
মিজানুর উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তরছাট গোপালপুর গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, মিজানুর রহমান শুক্রবার রাতে অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। তাকে চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেলা সদরে নেয়ার পথে মধ্যরাতে তিনি মারা যান। অপরদিকে এরশাদ হোসেন নামের আরেক ব্যক্তি মদপান করে অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। এলাকাবাসী বলছে- তিনিও শুক্রবার রাতে মিজানুরের সাথে মদপান করেছিলেন। এরশাদ তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি মদ পানের বিষয়টি অস্বীকার করেছেন।
এর আগে বৃহস্পতিবার ওই এলাকায় মদ পান করে শাহজামাল নামের অপর এক ব্যক্তির মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
এলাকাবাসীর অভিযোগ সন্ধ্যা হলেই সীমান্তবর্তী পাগলাহাট বাজারে মাদকের হাট বসে। অনেক দূর থেকে মাদকসেবীরা এখানে মাদক সেবন করতে আসে।
শিলখুড়ি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, এলাকাবাসীরা বলছে অতিরিক্ত মদপানের কারণেই মিজানুর মারা গেছেন। তবে পরিবারের লোকজন বিষয়টি অস্বীকার করছেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহার আলী জানান, মিজানুর রহমানের লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদপান করার কারণে তার মৃত্যু হয়েছে।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান