গোয়াইনঘাট প্রতিনিধি;: গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্ৰীয় আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সেক্রেটারী নাসির উদ্দিন কে আহব্বায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে সংগঠনের কার্যকরী কমিটি। সংগঠনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সাম্প্রতিক কেন্দ্রীয় কার্যকরী পরিষদে দীর্ঘ আলোচনার ভিত্তিতে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে এই আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহি সংগঠন। একসময় এই সংগঠনের কার্যক্রম এক্টিভিটিস ছিলো চোখে পড়ার মত। কিন্তু সময়ের পরিক্রমায় ব্যক্তিবাদ, তেলেসমাধি আজ এ সংগঠকে গ্রাস করেছে। সংগঠনে আর নেই ত্যাগী কর্মীরা, নেই সাধারণ প্রবাসীরা ।বিগত দুই তিন বছর থেকে সংগঠনের কোন রিপোর্ট নেই, আয় ব্যায়ের নিসাব নেই, নেই বিভিন্ন দেশের কমিটি। এমতাবস্তায় সংগঠনকে অতীতের ধারায় ফিরিয়ে নিতে, সর্বস্তরের প্রবাসীদের সংগঠিত করতে এবং অবশিষ্ট কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কমিটি গঠন, বিভিন্ন দেশের কমিটি গঠন, উপদেষ্টা পরিষদ গঠন সহ আনুষাঙ্গিক সকল কার্যক্রম বাস্তবায়ের জন্য গোয়াইনঘাট প্রবাসী পরিষদের কেন্দ্ৰীয় কমিটি উপদেষ্টা পরিষদের মতামতের ভিত্তিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে
এবং সাবেক প্রতিষ্ঠাতা সেক্রেটারী নাসির উদ্দিন কে পাওয়ার অব গঠন তন্ত্রে বর্নিত ৯ নং ধারা অনুযায়ী সংগঠনের আহ্বায়কের দ্বায়িত্ব অর্পণ করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হইলো।কমিটির সদস্যরা হলেন
আহ্বায়ক
নাসির উদ্দিন, প্রতিষ্টাতা কেন্দ্ৰীয় সেক্রেটারী।
যুগ্ম আহ্বায়ক হলেন-
মনজুর আহমদ, সাবেক কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয সম্পাদক।কুতুব উদ্দিন, সাবেক কেন্দ্ৰীয় সমাজ সেবা সম্পাদক। জাকারিয়া আহমদ পারভেজ, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।
আতিকুর রহমান সাবেক কেন্দ্ৰীয় প্রচার সম্পাদক।
হাবিব আহমদ সাবেক কেন্দ্ৰীয় যুব বিষয়ক সম্পাদক। হুমায়ুন কবির, সাধারন সম্পাদক মালয়েশিয়া শাখা। শরীফ উদ্দিন, সাবেক কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক।
হাবিবুর রহমান হাবিব, সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষনা সম্পাদক।
হাফিজ হেলাল আহমদ, সাবেক কেন্দ্ৰীয় ধর্ম বিষয়ক সম্পাদক।সেবুল আহমদ সানি, সাবেক সংগঠনিক সম্পাদক সৌদি আরব
আব্দুল্লাহ আল মামুন, সাবেক সদস্য কেন্দ্রীয়
কমিটি।
সেলিম আহমদ, গ্রীস। আহব্বায়ক কমিটি আগামী ৩০ জুনের মধ্যে গনতন্ত্রের আলোকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান