স্টাফ রিপোর্টার: ভারতে মহানবী হজরত মোহাম্মদ মোস্তফা (সাঃ) ও উম্মুল মু’মিনিন আয়েশা (রাঃ) – কে নিয়ে অবমাননা কর বক্তব্যের প্রতিবাদে দক্ষিণ সুরমার সিলামে বিক্ষোভ মিছিল করেছে সিলাম টিল্লা পাড়া, টিকর পাড়া ও মাঝপাড়ার সর্বস্তরের জনগণ। শুক্রবার (১০ জুন) দুপুরে সিলাম জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে চকের বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এলাকার যুবসমাজ এর পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- সিলাম ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান জনাব ইকরাম হোসেন বখত, মনিরুল ইসলাম তুরন সহ আরো খ্যাতিমান ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন- মহানবী হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ) সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার শান ও মান আকাশচুম্বী। যার চরিত্র সমগ্র পৃথিবীর সকল মানুষের জন্য আদর্শ।
স্বয়ং আল্লাহ তায়ালা তাঁর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন। তাঁর এমন মহান চরিত্রের উপর অবমাননাকর বক্তব্য যে সকল কুলাঙ্গাররা প্রদান করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক শান্তি চাই। সেই সাথে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় ভাবে নিন্দা প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহবান জানাই।
এ সময় উপস্থিত ছিলেন- আবু বকর শিমাম,সুমন উল কবির, মঞ্জুরুল কবির, তোফায়েল ইসলাম রাব্বি, আদিল হোসেন লিমন, মোস্তাকুর রহমান দিনার, সামাদ আহমেদ,আবু সালেহ, কুতুবউদ্দিন, রাসেল, জুয়েল, মাজেদ আহমেদ, রনি, ফাহিম, সোহাগ, আব্বাস উদ্দিন, আব্দুস সামাদ, সাঈদ বখত সাজু, কাওসার, মঞ্জুর, সহ প্রমুখ।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান