সিলেট৭১নিউজ ডেস্ক;: প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ঘর প্রদানসহ নানা প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ভুয়া সাংবাদিক দম্পতিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের বিরুদ্ধে প্রায় ৩০০ গ্রাহকের কাছ থেকে ৫ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আত্মসাতের অভিযোগ রয়েছে। বুধবার র্যাব-৪ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে।
আটককৃতরা হলেন, পটুয়াখালী জেলার সুমন হাওলাদার ওরফে সুমন উদ্দিন ওরফে ইদ্রিস আলী (৪০) ও তার স্ত্রী পলি খানম (৩৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুমন হাওলাদার ও পলি দম্পতি সাভারের রাজাশন এলাকায় বাস করে নিজেদের বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর প্রদান, নগর অংশীদারীত্বের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ প্রকল্প, নারী প্রগতি সংসদ ও নারী উন্নয়ন কমিটি, ভুয়া প্রকল্প ও সমিতির প্রলোভন দেখিয়ে তারা অর্থ আত্মসাৎ করে আসছে। ভুক্তভোগীদের কাছ থেকে সর্বনিম্ন ৫ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে প্রতারক এই দম্পতি। পলির স্বাক্ষর করা পাশ বইয়ের মাধ্যমে ভুক্তভোগীরা টাকা জমা দিয়ে প্রতারিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজাশন এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় এই দম্পতিকে আটক করা হয়।
র্যাব-৪ এর পুলিশ সুপার জয়ীতা শিল্পী বলেন, সুমন হাওলাদার নিজেকে আর্ন্তজাতিক সংস্থার উধ্বর্তন কর্মকর্তাসহ বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। এ ছাড়াও প্রধানমন্ত্রীর ঘর দেবেন এমন আশ্বাস দিয়েও তারা টাকা আত্মসাৎ করেছে।
তিনি আরও বলেন, আটক দম্পতি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপকর্মের কথা স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান