সিলেট৭১নিউজ ডেস্ক;: রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় জনতার হামলায় সার্জেন্টসহ তিন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত সাড়ে ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে আহত ট্রফিক সার্জেন্ট মোঃ আলী হোসেন শ্যামপুর থানায় মামলাটি করেন।
মামলায় উল্লেখিত আসামিরা হলেন- মোটরসাইকেলচালক বার্তা বিচিত্রা নামক পত্রিকার সাংবাদিক পরিচয় দেয়া সোহাগ-উল ইসলাম রনি, তার স্ত্রী ইয়াসিন জাহান নিশান ভূঁইয়া ও শ্যালক ইয়াসির আরাফাত ভূঁইয়া।
মামলার বিষয়টি নিশ্চিত করেন, শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম।
এর আগে মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে জুরাইন রেলগেট এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।
ওই হামলায় সার্জেন্ট আলী হোসেন, শ্যামপুর থানার এসআই উৎপল চন্দ্র ও ট্রাফিক কনস্টেবল সিরাজুল ইসলাম আহত হন। এদের মধ্যে আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।
হামলার বিষয়ে পুলিশ বলছেন, উলটা দিক থেকে আসা মোটরসাইকেল আরোহীর কাগজপত্র দেখতে চাওয়া হয়েছিল। এ নিয়ে বাকবিতণ্ডায় ওই ব্যক্তি ও তার স্ত্রী মিথ্যা কথা বলে জনগণকে পুলিশের ওপর ক্ষেপিয়ে হামলা চালায়।
অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা বলছেন, পেছনে থাকা মোটরসাইকেলচালকের স্ত্রীকে লাঞ্ছিত করার পর জনগণ ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলা করতে গেলে মোটরসাইকেলচালক রনি তার স্ত্রী ইয়াসিন জাহান নিশাত ও শ্যালক ইয়াসির আরাফাত ভূঁইয়াকে তখন আটক করে।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান