সিলেট৭১নিউজ ডেস্ক;: জয়পুরহাটের কালাই উপজেলার একটি সড়কের পাশ থেকে মোহসীন আলী নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ জুন) সকালে পুলিশ উপজেলার করিমপুর ত্রিমোহনী মোলামগাড়ী সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোহসীন আলী একই উপজেলার বেলঘড়িয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
ওসি মঈন উদ্দিন জানান, মোহসীন আলী তার নিজ গ্রামের একটি মসজিদের ইমাম ছিলেন। এর পাশাপাশি বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রাইভেট শিক্ষক হিসাবে আরবি পড়াতেন। মঙ্গলবার বিকালে প্রাইভেট পড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। বুধবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কৃষি কাজ করতে গিয়ে সড়কের পাশে মোহসীন আলীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যায়।
ওসি আরো জানান, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান