বিশ্বনাথ প্রতিনিধি;: বিশ্বনাথে যাত্রীবাহি বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (৪২) নামের এক ব্যক্তির নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন।
মঙ্গলবার (০৭ জুন) বিকেলে পৌরশহরের বিশ্বনাথ-রশীদপুর সড়কের রামসুন্দর সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামের তাহিদ আলীর ছেলে।
দুর্ঘটনায় আহতরা হলেন উপজেলার কারিকোনা গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে টমটম চালক মাহবুব আলম (৪০), মইজপুর গ্রামের সাজ্জাদুর রহমানের ছেলে পিকআপ চালক সুহেল আহমদ (৪০), চান্দভরাং গ্রামের কিতাব আলীর ছেলে সাজ্জাদুর রহমান (২৬), পথচারী ছাতক উপজেলার জাহিদপুর গ্রামের কামরান (২৪), এদের মধ্যে অজ্ঞাতনামা আরও ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস (সিলেট জ-১১-০৩৩৮) বিশ্বনাথ বাজার এলাকায় আসামাত্র পিকআপ ভ্যানের সঙ্গে (ঢাকা মেট্রো ঠ ১৪-০১৮৫) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় যানবাহনের আশপাশে থাকা আরো ৪টি সিএনজি অটোরিকশা ও ৩টি ইজিবাইক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর পরই বাস চালক পালিয়ে গেলেও পিকআপ, ইজিবাইক চালককে আটক করেছে পুলিশ।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে গেছেন। তবে পিকআপ ও ইজিবাইকসহ চালকদের আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান