সিলেট৭১নিউজ ডেস্ক;: বরগুনার পাথরঘাটার হাতেমপুর এলাকায় বিয়ে না করানোর কারণে নিরঞ্জন শীল (৭০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে ছেলেl এ ঘটনায় অভিযুক্ত ছেলে নেপাল শীলকে (২৫) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুন) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নিরঞ্জন শীল একই এলাকার মৃত গোপাল শীলের ছেলে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘কিছুদিন ধরে ছেলে নেপাল শীল বিয়ে করবে বলে বাবা নিরঞ্জন শীলকে বলে আসছিলেনl টাকা না থাকায় বিয়ে করানো সম্ভব না বলে বাবা নিরঞ্জন শীল ছেলেকে আরো এক বছর অপেক্ষা করতে বলেনl এ নিয়ে মঙ্গলবার সকালে বাবা ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নেপাল শীল লাঠি দিয়ে তার বাবাকে মারধর করতে শুরু করেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ আহত নিরঞ্জন শীলকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিরঞ্জন শীলকে মৃত ঘোষণা করেনl
তিনি আরো জানান, ঘটনার পর হাতেমপুর এলাকায় অভিযান চালিয়ে নেপাল শীলকে গ্রেপ্তার করে পুলিশl জিজ্ঞাসাবাদের জন্য লিটন চন্দ্র শীল নামে আরো একজনকে আটক করা হয়েছেl এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছেl
সিলেট৭১নিউজ/ইফতি রহমান