সিলেট৭১নিউজ ডেস্ক;: ঢাকার সাভারে দুটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তিন কর্মকর্তাসহ চারজন নিহত হন। ওই দুর্ঘটনায় দায়ী ঘাতক বাস সেইফ লাইন পরিবহনের চালক মারুফ হোসেন মুন্নাও মারা গেছেন। এনিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ জনে।
মঙ্গলবার (৭ জুন) সকালে রাজধানীর শেরে বাংলা থানার এসআই পলাশ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (৫ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়াপুর এলাকায় সেইফ লাইনের একটি বাস নিয়ন্ত্রণ হাড়িয়ে বিভাজন টপকে পরমাণু শক্তি কমিশনের বাস ও একটি ট্রাককে ধাক্কা দেয়। এ ঘটনায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান আরিফ, পূজা সরকার, কাউসার রাব্বি ও সংস্থাটির বাসের চালক রাজিব হোসেন নিহত হন। ওই ঘটনায় আহত হন ৩০ জন।
এসআই পলাশ চৌধুরী জানান, দুর্ঘটনার পরেই স্থানীয় লোকজন মারুফকে উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। পরে ডিএমপির শেরে বাংলা নগর থানা পুলিশ মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের পর সোমবার (৬ জুন) রাতে পরিবারের কাছে হস্তান্তর করে।
মারা যাওয়া মারুফের বাড়ি চাঁদপুর জেলার শাহারাস্তি থানার বোয়ালিয়া গ্রামে। তিনি মিরপুরের দারুস সালামের লালকুটি এলাকায় থাকতেন।
মৃতের দুলাভাই সৌরভ মিয়া বলেন, ‘মুন্না সেইফ লাইন পরিবহনের বাস চালাতো। দুর্ঘটনার পর আহতাবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ময়নাতদন্ত করে। রাতে আমরা মরদেহ চাঁদপুরে নিয়ে এসেছি।’
সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, ওই দুর্ঘটনায় বাস চালক মুন্না মারা গেছেন। বাসটির মালিকের নাম ইকবাল। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, ‘ওই বাসটি কুষ্টিয়া থেকে ঢাকা রুটে চলাচল করতো। সেদিন রাতে বাসটি কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। ওই সময় বাসে তিন চারজন যাত্রী ছিলেন। যেহেতু চালকের মৃত্যু হয়েছে। তাই ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় তিন বৈজ্ঞানিকসহ চারজন নিহতের ঘটনায় সাভার মডেল থানায় মামলা হয়। মামলায় ঘাতক বাসের চালককে আসামি করা হয়। ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন মারুফ। অবশেষে চালকের খোঁজ মিললো।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান