সিলেট৭১নিউজ ডেস্ক;: চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে কাজ করতেন মোহাম্মদ সোবহান। কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের পর থেকে সোবহানের কোনো সন্ধান পাচ্ছেন না তার পরিবার। এমনকি নিহতদের মধ্যে সোবহানের লাশ শনাক্ত করা যাচ্ছে না। এই অবস্থায় তার লাশ শনাক্তে সোমবার (৬ জুন) সকালে মামার কোলে করে ডিএনএ দিতে আসে ৭ মাস বয়সী শিশু ফাইজা।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সামনে জেলা পুলিশের বিশেষ বুথে চলছে লাশ শনাক্তের জন্য ডিএনএ সংগ্রহ।
ফাইজার মতো একইভাবে অনেক পরিবার তাদের স্বজনদের খোঁজে সোমবার ডিএনএ দিতে এই বুথে আসেন। ডিএনএ দিতে আসাদের মধ্যে ৩ মাস বয়সী শিশু কোলে নিয়ে নিখোঁজ স্বামীর সন্ধানে এসেছেন এক নারীও।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে আসা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষজ্ঞ দল এখানে ডিএনএ সংগ্রহ করছেন। নিহতদের স্বজনেরা পুলিশের সহায়তায় ডিএনএ টেস্টের জন্য নমুনা দিচ্ছেন। এই ডিএনএ নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর পরিচয় শনাক্ত হলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান