জৈন্তাপুর প্রতিনিধি;: সিলেটের জৈন্তাপুর উপজেলায় টিলা ধসে শিশু ও নারীসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন৷
আজ সোমাবার (৬ জুন) ভোর ৫টায় উপজেলার চিকনাগুল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলমসহ কয়েকজন জানান, আজ ভোর ৫টায় জৈন্তাপুর উপজেলা চিকনাগুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব সাতজনি গ্রামে টিলা ধসের ঘটনা ঘটে। এতে মাটি চাপা পড়ে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন এবং ৮ জন গুরুত্বর আহত হয়েছেন ৷
নিহতরা হলেন পূর্বসাতজনি গ্রামের আব্দুল করিমের ছেলে জুবায়ের আহমদ (৩৫), তার স্ত্রী মোছা. সুমি বেগম (৩০), জুবায়ের আহমদের ছেলে সাফি আহমদ (৫), এবং জুবায়ের আহমদের ভাই মাওলানা রফিক আহমদের স্ত্রী মোছা. শামীমা বেগম (৪৮) ৷
আহত হলেন আব্দুল করিম (৮০), খয়রুন নেছা(৭৫), মাওলানা রফিক আহমদ (৬০), ফাইজা বেগম(২০), লুৎফা বেগম(২০), রাফিউল ইসলাম (১০), মেহেরুন নেছা (৪০) এবং হাম্মাদ (৩) ৷
ঘটনার পরপর এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দ্রুত ছুটে এসে তাদেরকে উদ্ধার কাজ শুরু করেন৷
ঘটনার সংবাদ পেয়ে সিলেটের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ পরিচালক মনিরুজামানের নেতৃত্বে জালালাবাদ ফায়ার সার্ভিস ইউনিটের সদস্য ও জৈন্তাপুর থানা পুলিশের টিম ও গ্রামবাসী ৫জনকে আহত এবং ৪জনকে নিহত উদ্ধার করেন৷ আহতদের সিলেট শহরের হাসপাতালে প্রেরণ করেন ৷
গ্রামবাসী আরও জানান, পূর্বসাতজনি গ্রামে আরও ১০/১২টি পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে ৷ এদিকে গত দুই দিনে একই এলাকায় দুটি স্থানে পাহাড় ধর্ষের ঘটনা ঘটেছে তবে কোন হতহত হয়নি ৷
সিলেট ফায়র সার্ভিসের উপ পরিচালক মনিরুজ্জামান বলেন, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত দুটি ইউনিট নিয়ে উদ্ধার কাজ করি৷ ঘটনায় একই পরিবারের ৪জন নিহত হয়েছেন এবং ৮ জন আহত হয়েছেন ৷
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহায়তায় ৫জনকে আহতবস্থায় এবং ৪জনকে মৃত উদ্ধার করা হয়েছে ৷ মৃতদের সুরতহাল তৈরী করে উদ্বর্তন কর্তৃপক্ষের অনুমতি ক্রমে দাফনের ব্যবস্থা করা হচ্ছে ৷ এছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে ৷
অপরদিকে ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট জেলা পুলিশের ক্রাইম এন্ড অপারেশন এসপি শাহরিয়ার বিন সালেহ, কানাইঘাট সার্কেল সিনিয়র এএসপি মো. আব্দুল করিম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী৷ জৈন্তাপুর মডেল থানার (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজাজামান চৌধুরী ৷
সিলেট৭১নিউজ/ইফতি রহমান