সিলেট৭১নিউজ ডেস্ক;: শারীরিক অবস্থা বিবেচনায় মাদক মামলায় আদালতে ব্যক্তিগত হাজিরা দেয়া থেকে অব্যাহতি পেয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি।
বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক নজরুল ইসলামের আদালত পরীমণির দেয়া অবেদন মঞ্জুর করে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন।
এর আগে পরীমণির মা হওয়ার বিষয়টি সামনে এনে এ অবস্থায় সশরীরে আদালতে হাজিরা দিতে না পারার বিষয়ে আদালতের আদেশ চেয়ে আবেদন করেছিলেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত। আদালত আবেদনটি নথিভুক্ত করে এ বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন। আজ শুনানি শেষে আদালত পরিমণির আবেদন মঞ্জুর করেন।
এদিকে মামলার সাক্ষ্যগ্রহণের জন্যও আজ দিন ধার্য ছিল। এ দিন আদালতে হাজিরা দেন পরীমণি। মামলার বাদী র্যাব-১-এর কর্মকর্তা মজিবর রহমানকে জেরা করেন পরীমণির আইনজীবী। জেরা শেষে আগামী ১৯ জুলাই পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন আদালত।
এই মামলার অপর দু’আসামি আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন আদালতে হাজির ছিলেন।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান