মৌলভীবাজার প্রতিনিধি;: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে খুন্তির আঘাতে বাবা গফুর মিয়াকে হত্যাকাণ্ডের ঘটনার ৭২ ঘণ্টার ভিতরেই মাদকাসক্ত ছেলে জহিরুলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। হত্যার পর ভারতে পালানোর চেষ্টাকালে পুলিশের হাতে ধরা পড়েছে পিতৃহন্তারক জহিরুল ইসলাম (৩১)।
বুধবার (১ জুন) বিকেল পৌনে ৬টায় কমলগঞ্জের শমসেরনগর ইউনিয়নের ডাবলছড়া সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে কমলগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) পবিত্র শেখর দাস জানান, জহিরুল ডাবলছড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্ঠা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ডাবলছড়া বাগানের বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া জহিরুলের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। ঘটনার পরদিন ৩০ মে তার বড় বোন মরিয়ম বেগম বাদী হয়ে কমলগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেছেন।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, গত রোববার (২৯ মে) রাত সাড়ে ১২টার দিকে আদমপুরের কেওয়ালীঘাট গ্রামে ছেলে জহিরুলের শাবলের আঘাতে তার বাবা গফুর মিয়া (৫৫) ও মা আছাতুন নেছা (৪৮) গুরুতর আহত হন।। গুরুতর আহত অবস্থায় বাবা মা দুজনকে হাসপাতালে নেয়ার পথে বাবা গফুর মিয়া মারা যান। আছাতুন নেছার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি বলেন, ঘটনার পর থেকেই পলাতক জহিরুলকে হন্যে হয়ে খোঁজছিল পুলিশ। তাকে ধরতে বিভিন্ন সীমান্তে নজর রাখা হচ্ছিল। সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতেই তার সন্ধান মেলে। অবশেষে ডাবলছড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ওঁৎ পেতে থাকা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান