সিলেট৭১নিউজ ডেস্ক;: পাবনার বেড়া উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় বাচ্চু মিয়া (৫০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় ভ্যানের আরো তিন যাত্রী আহত হন।
রোববার (২৯ মে) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া বেড়া উপজেলার মোল্লাপাড়া গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, সকালে বেড়া বাসস্ট্যান্ড থেকে রয়েল ডাচ নামের যাত্রীবাহী একটি বাস কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেয়। বাসটি পাবনা-ঢাকা মহাসড়কের বেড়া উপজেলার মোল্লাবাড়ি নামক স্থানে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালক বাচ্চু মিয়া নিহত হন। আহত হন ভ্যানটিতে থাকা অপর তিন যাত্রী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে এবং আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান