সিলেট৭১নিউজ ডেস্ক;: অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সুপ্রিম কোর্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রোববার (২৯ মে) সকাল থেকে গেটগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আইডি কার্ড দেখিয়ে সবাইকে সুপ্রিম কোর্ট অঙ্গনে প্রবেশ করতে হচ্ছে। কাউকে সন্দেহজনক মনে হলেই করা হচ্ছে তল্লাশি। এছাড়া, কোর্টে আসার কারণসহ নানা প্রশ্নের মুখোমুখি হচ্ছেন অপরিচিতরা। এদিকে, চার নেতার মাজার সংলগ্ন ন্যায় সরণির গেট ও প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে। শুধু খোলা রাখা হয়েছে বার কাউন্সিল সংলগ্ন গেট, মাজার গেট ও স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন গেট।
হাইকোর্টের মাজার গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা কোর্ট অফিসার আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা পুলিশকে সহযোগিতা করছি। কাউকে সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হচ্ছে। আইডি কার্ড দেখে অপরিচিতদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ সুপ্রিম কোর্ট চত্বরে ছড়িয়ে পড়ায় রোববার থেকে কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান