সিলেট৭১নিউজ ডেস্ক;: ময়মনসিংহের ফুলপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাছেন আলী (৭০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি ফুলপুর পৌরসভার মধ্য কাজিয়াকান্দা (সাহাপাড়া) গ্রামের বাসিন্দা ও আমুয়াকান্দা বাজারে ভাঁজাপট্টিতে বুট বাদাম ও চানাচুর বিক্রি করতেন।
জানা যায়, হাছেন বুধবার (২৫ মে) ময়মনসিংহে দোকানের মাল কিনতে গিয়েছিলেন। মালামাল নিয়ে ময়মনসিংহ ব্রিজে আসার পর অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। পরে তাকে ব্রিজের উপর বেহুশ হয়ে পড়ে থাকতে দেখে পথচারীরা উঠিয়ে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তারপর তার মহাজন ও ছেলেমেয়েরা বিষয়টি জানতে পারেন। এরপর শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর মধ্যে তার জ্ঞান ফিরে আসেনি। ধারণা করা হচ্ছে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন।
হাছেনের ছেলে আশরাফ ও ময়মনসিংহ কোতোয়ালী থানার এসআই শাহজাদা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান