ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি;: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিলেট-ঢাকা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান খান রুবেল নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরও তিনজন।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের বীরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান খান রুবেল ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজানপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে।
রুবেলের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু সংবাদমাধ্যমকে জানান, দিগন্ত পরিবহনের একটি বাস সিলেট যাচ্ছিল। একটি মাইক্রোবাস যাচ্ছিল ঢাকায়। বিজয়নগরে এ দুই যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। বাসটি মহাসড়কের পাশে খাদে গিয়ে পড়ে।
তিনি জানান, দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা রুবেল নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান