সিলেট৭১নিউজ ডেস্ক;: সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নে গর্ভের সন্তান নষ্ট করতে রাজি না হওয়ায় স্ত্রী আশরাফুন্নেছাকে (৩০) বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শফিকুল গাজীর বিরুদ্ধে।
মঙ্গলবার (২৪ মে) ভোরে ইউনিয়নের পাশের মারী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী শফিকুল গাজীকে (৪৫) আটক করেছে গ্রামবাসী।
গাবুরা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমান জানান, শফিকুল গাজীর দুজন স্ত্রী। মাঝেমধ্যে প্রথম স্ত্রীর সঙ্গে থাকতেন তিনি। দ্বিতীয় বউয়ের পরামর্শে প্রথম স্ত্রী আশরাফুন্নেছার চার মাসের গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেয় শফিকুল। রাজি না হওয়ায় তাকে বেদম মারধর করে। এরপর সোমবার (২৩ মে) তাকে মারধর করে চলে যায়। রাতে আবারও সে আশরাফুন্নেছার ওপর শারীরিক নির্যাতন চালায়। মঙ্গলবার ভোরে গলা চেপে হত্যার চেষ্টা করে। পরে বালিশচাপা দিয়ে আশরাফুন্নেছাকে হত্যা করে।
মশিউর রহমান বলেন, ‘এ ঘটনায় এলাকাবাসী শফিকুল গাজীকে আটক করে রেখেছেন। শফিকুল নিজেই গ্রামবাসীকে ঘটনার বর্ণনা দিয়ে হত্যার কথা স্বীকার করছে।’
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, ‘স্ত্রী হত্যার দায়ে স্বামীকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
সিলেট৭১নিউজ/ইফতি রহমান