সিলেট৭১নিউজ ডেস্ক;: সিরাজগঞ্জে পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজা ও ২৯৬ বোতল ফেন্সিডিলসহ ৪ জনকে আটক করেছে র্যাব-১২। এ সময় মাদক বেচা-কেনার কাজে ব্যবহৃত একটি ট্রাক ও নগদ টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার (২৪ মে) দুপুরে র্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- উল্লাপাড়ার সলঙ্গা থানার গোলকপুর গ্রামের আশাদুল শেখ (২৫), কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার জসীম আলী (২৭), শাহ-জামাল (৪০) এবং মোস্তাফিন (১৯)।
মোস্তাফিজুর রহমান জানান, গোপন মাধ্যমে সংবাদ পেয়ে ভোরের কিছু আগে হাটিকুমরুল ইউনিয়নের গোলকপুর গ্রামের মাদক কারবারি রমিছা খাতুনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১৮ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়।
তিনি আরো জানান, সকালে ঢাকা-বনপাড়া মহাসড়কের সলঙ্গার রামারচর এলাকায় অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে আরো একটি অভিযান চালিয়ে ২৯৬ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ৯ হাজার ৫০০ টাকা, চারটি মোবাইল ও মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের দুপুরে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান