সিলেট৭১নিউজ ডেস্ক;: নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত হয়েছেন। স্থানীয় গত রবিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বোরনো প্রদেশের রান শহরের আশেপাশে সশস্ত্র সন্ত্রাসীরা এ হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মঙ্গলবার (২৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার হামলাস্থল ক্যামেরুন অঞ্চলের অদূরে অবস্থিত। ২০০৯ সাল থেকে বোরনো প্রদেশটি জঙ্গিগোষ্ঠী বোকো হারামের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানেই তারা বিদ্রোহ করে আসছে। স্থানীয় বাসিন্দারা এ হামলার জন্য বোকো হারামকেই দায়ী করছেন।
এদিকে নাইজেরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল অনিয়েমা নওয়াচুকউ তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে মুখ খোলেননি।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান