ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি;: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর পানি ক্রমেই বাড়ছে। অতিবৃষ্টি ও উজান থেকে আসা ঢল নেমে ফুলেফেপে উঠছে কুশিয়ারা। এভাবে বাড়তে থাকলে বন্যার আশংকাও করছেন স্থানীয়রা। তবে ফসলের কোন ক্ষতি হয়নি জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা।
পানি উন্নয়ন বোর্ডের হিসেব মতে এবারে ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর বিপদসীমা দুভাগে নির্ধারণ করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ উপজেলা গেজ পাঠক গিয়াস উদ্দিন মোল্লা এ ব্যাপারে জানান, বছরের মার্চ থেকে মে পর্যন্ত বিপদসীমা ৭ দশমিক ৭৫ মিটার এবং জুন থেকে অক্টোবর পর্যন্ত বিপদসীমা ১০ দশমিক ৪৫ মিটার নির্ধারণ করা হয়েছে। শনিবার (২০ মে) সন্ধ্যা ৬ টায় ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি রেকর্ড হয়েছে ৯ দশমিক ৮৩ মিটার। পানি উন্নয়ন বোর্ডের প্রথম ভাগের নিয়মানুযায়ী কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ২ দশমিক ৮ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা জনি জানান, এভাবে মুষলধারে বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা দেখা দিতে পারে ফেঞ্চুগঞ্জে! উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুব্রত দেবনাথ জানান, বোরো ধান বৃষ্টির আগেই ঘরে তুলে নিয়েছেন কৃষকরা তবে আউস ধানের বীজতলা মাইজগাঁও ও ঘিলাছড়া ইউনিয়নে উঁচু স্থানে হওয়ায় এখনো আশংকামুক্ত রয়েছে।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান