জকিগঞ্জ প্রতিনিধি;: সিলেটের জকিগঞ্জে বারোঠাকুরী অমলশীদ এলাকায় বরাক মোহনায় সুরমা-কুশিয়ারা উৎসস্থলে ত্রিগাঙের ডাইক ভেঙে গেছে। ডাইকটি ভেঙে প্রবল বেগে পানি ঢুকে উপজেলার বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ডাইকটি স্রোতের তোড়ে ভেঙে গেছে, এমনটি জানিয়ে এলাকায় মাইকিং করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বারোঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসীন মর্তুজা ডাইক ভাঙার খবর এলাকায় প্রচার করেন। ডাইক ভাঙার সঙ্গে সঙ্গে বারোঠাকুরী, খাসিরচক, খাইরচক, বারোঘাট্টা, সোনাসার এলাকা ইতোমধ্যে প্লাবিত হয়েছে।
স্থানীয়রা আশঙ্কা করছেন, ডাইক ভাঙার কারণে সুরমা-কুশিয়ারার তীবর্তী জকিগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট, গোলাপগঞ্জ ফেঞ্চুগঞ্জ ও সিলেট শহরে বন্যার পানি বৃদ্ধি পাবে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাত ৩টায় জকিগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই রাজু আহমেদ বলেন, খবর পেয়ে আমাদের সবাই ঘটনাস্থলে গেছেন। স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও জনসাধারণরা ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান