কমলগঞ্জ প্রতিনিধি;: মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের অভিযানে চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জামসহ দুই জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সৌয়া ৫টায় শমশেরনগর চা বাগানের বড় লাইনে ঠাকুরটিলা থেকে মদসহ তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন সাধন বাগতী (৪০) ও খোকন বাগতী (২৮)।
পুলিশ সূত্রে জানা য়ায়, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) মো: মোশারফ হোসেনের নেতৃত্বে উপ পরিদর্শক সোহেল রানাসহ পুলিশের একটি দল শমশেরনগর চা বাগানের বড় লাইনে ঠাকুরটিলা এলাকায় অভিযান চালিয়ে ১৬ লিটার দেশীয় চোলাই মদ ও ৬৫ লিটার মদ তৈরীর ওয়াশসহ তাদের আটক করা হয়।
আটককৃত সাধন বাগতী বড় লাইনে ঠাকুর টিলার মৃত শন্তু বাগতীর ছেলে এবং খোকন বাগতি একই এলাকার মৃত কালু বাগতীর ছেলে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) মো. মোশারফ হোসেনে বলেন, ১৬ লিটার দেশীয় চোলাই মদ ও ৬৫ লিটার মদ তৈরীর ওয়াশসহ দুজনকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান