সুনামগঞ্জ প্রতিনিধি;: সুনামগঞ্জের তাহিরপুরের সুন্দরপাহাড়ি গ্রামে বজ্রপাতে প্রাণ হারিয়েছে তিন শিশু।আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার (১৯ মে) সকাল ১১টার উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাহাড়ি গ্রামে বাদাম কুড়ানোর সময় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- ওই গ্রামের তাওহিদা (১৪), রিপা (১৫) ও আমিরুল (১৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে সুন্দর পাহাড়ি হাওরে বাদাম ক্ষেতে বাদাম তুলছিলেন তারা। দুপুরের দিকে পচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হলে তারা হাওরের একটা টিনের চালের নিচে আশ্রয় নেয়। এসময় বজ্রপাত টিনের চালার ওপরে পড়লে বজ্রাঘাতে তারা হতাহত হয়। এদের মধ্যে ঘটনাস্থলেই প্রাণ হারায় তিন শিশু। ১০ শিশুকে গুরুতর আহত হয়।
ঘটনাস্থল থেকে স্থানীয় বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিউজ উদ্দিন জানান, আহতদের উদ্ধার করে তাহিরপুর ও সুনামগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান