সিলেট৭১নিউজ ডেস্ক;: দেশে ভোজ্য তেলের মূল্যে অস্থিতিশীলতা ও অবৈধ মজুদদারি ঠেকাতে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সারাদেশের ন্যায় গত কয়েকদিনে সিলেট থেকে উদ্ধার হয়েছে হাজার হাজার লিটার সয়াবিন তেল।
তবু অবৈধ পন্থায় মজুদ থেকে সরে আসছেন না ব্যবসায়ীরা।
সিলেটে আজও গুদামে তেল মজুদ করে রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
দুপুর ১টার দিকে নগরীর কালিঘাটে অভিযান চালিয়ে ৫৩৭ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এসময় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।
প্রসঙ্গত, সয়াবিন তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে গত ৮ মে সিলেটে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শনিবার পর্যন্ত পাঁচ দিনে সিলেট বিভাগের চার জেলা থেকে প্রায় সাড়ে ২৩ হাজার লিটার তেল জব্দ করা হয়েছে।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান