রেদওয়ান রুম্মান, বড়লেখা প্রতিনিধি;: মৌলভীবাজারের বড়লেখায় উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর কাঁচা বাজারে আমিন মার্কেটে ভয়বহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে তাৎক্ষণিক নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে উপজেলা প্রশাসন।
শাহবাজপুর বাজারে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদসহ স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, পুলিশ ও বনিক সমিতির নেতৃবৃন্দ।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রবিবার (৮মে) দুপুরে বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের সহায়তার আশ্বাস দিয়েছেন।
প্রসঙ্গতঃ শনিবার দিবাগত রাত দেড় ঘটিকার দিকে শাহবাজপুর কাঁচাবাজারে আমিন মার্কেটে আগুন দেখতে পেয়ে বাজারের চৌকিদার ব্যবসায়ীদের খবর দেন। পরে তাঁরা এসে ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করে। তবে ফায়ার সার্বিস পৌছার আগেই ১১টি দোকানসহ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান