মৌলভীবাজার প্রতিনিধি;: মৌলভীবাজারের কমলগঞ্জে বিউটি আক্তার (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (০৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইর পাড় গ্রামে এ ঘটে।
জানা যায়, উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর গ্রামের আমির মিয়ার মেয়ে বিউটি আক্তার এর বিবাহ হয় একই উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইর পাড় গ্রামের আকবর মিয়ার ছেলে মিরি মিয়ার সাথে। ৭ মে সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রতিবেশীরা তার ঘরে প্রবেশ করলে বিউটিকে ঘরে আড়ার সাথে তার লাশ ঝুলে থাকতে দেখেন। এলাকাবাসীর দাবি বিউটির মৃত্যুটি রহস্যজনক।
এ বিষয়ে কমলগঞ্জ থানার এসআই কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই ঘটনাস্থল থেকে লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানা নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান