সিলেট৭১নিউজ ডেস্ক;: সিলেটের বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়নের হোসেনপুর গ্রামে এক কৃষকের জমির ধান কেটে নেওয়ার চেষ্টা অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ ঘটনায় আহত হয়েছেন দুই নারী। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় লোকজন আপোষ নিষ্পত্তির চেষ্টা করছেন বলে জানা গেছে।
জানা যায়, হুসেনপুর গ্রামে গয়াসপুর মৌজার ২০৩ নং জে এলের ২৫২ নং দাগের ১৪ শতক ২৫ পয়েন্ট বোরো জমি উত্তরাধিকার সূত্রে মালিক ইসরাফ আলীর কাছ থেকে প্রায় ৯ মাস আগে খরিদ করেন একই গ্রামের খলকু মিয়া গং- যথারীতি জমি রেজিস্ট্রারী ও নামজারী সম্পন্ন করা হয়।
এ ঘটনায় থানায় দায়েরকৃত অভিযোগসূত্রে উল্লেখ করা হয়, খলকু মিয়ার বাড়ির পাশে উক্ত জমি ক্রয়ের প্রায় ৯ মাস যাবৎ ভোগদখল করে আসছেন ৩ মে ঈদের দিন সকাল ১০টায় ইসরাফ আলী গং ৫/৬ জন লোক জমির ধান কাটা শুরু করেন।
ধান কাটায় বাঁধাদেন খলকু মিয়ার স্ত্রী শেফা বেগম ও তিনির ভাইয়ের স্ত্রী রাবেয়া বেগম ইসরাফ আলী বাধা প্রদানকারী দুই নারীকে ইসরাফ গংরা মারধরও করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে বালাগঞ্জ থানার এস আই সুমন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে খলকু মিয়া অভিযোগ দায়ের করেন বিষয়টি তদন্তনাধীন রয়েছে।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান