রেদওয়ান রুম্মান, বড়লেখা প্রতিনিধি:; মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুল লতিফকে সভাপতি, ইকবাল হোসেন স্বপনকে সাধারণ সম্পাদক করে ৫ জনের নাম ঘোষনা করা হয়।
অন্যান্যরা হলেন সিঃ সহ-সভাপতি হাজি আব্দুল হক, সহ-সভাপতি সোনাহর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সজল দে, সাংগঠনিক সম্পাদক মাহফুজুল করিম ও খালেদ আহমদ।
বৃহস্পতিবার (০৫ মে) সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল লতিফের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা কৃষক লীগের সভাপতি জমসেদ মিয়া।
এসময় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় বর্তমান আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই। দেশের মানুষের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। কৃষকদের উন্নয়নে সরকার কৃষি খাতে বছরে ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে চলেছেন। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
প্রধান বক্তা হিসেবে ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী শামামী আক্তার খানম এমপি।
বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ডা. হাবিবুর রহমান মোল্লা, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দ জহুরা আলাউদ্দিন এমপি, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আইনজীবী জহির উদ্দিন লিমন, মৌলভীবাজার জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহিন আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহমেদ উদ্দিন প্রমুখ, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন প্রমুখ।
এদিকে উপজেলা কৃষক লীগের নব-নির্বাচিত সভাপতি আব্দুল লতিফ জানান, সকল নেতা-কর্মীদের আন্তরিক ভালোবাসায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছি সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও বেগবান করতে কৃষকদের উন্নয়নে কাজ করে যাবো। তিনি সকল নেতা-কর্মীদের সহযোগিতা কামনা করে আরোও বলেন আগামী এক মাসেরও কম সময়ের মধ্যে উপজেলা কৃষক লীগের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান