স্টাফ রিপোর্ট, ইফতি রহমান;: দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন এর চকের বাজার ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহঃ) এর মাজারের পাশেই অবস্থিত ঐতিহ্যবাহী সিলাম শাহী ঈদগাহ যা নতুন রূপে সৌজ সজ্জিত ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্য শৈলীতে ৩৪ শতক জমির উপর পুনঃসংস্কৃত অত্যাধুনিক দৃষ্টিনন্দিত সিলাম শাহী ঈদগাহ। এ ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় দুই হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারেন। করোনা মহামারি কেটে যাওয়ার দুই বছর পর নতুন রূপে সজ্জিত এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন সিলামবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিলামের প্রাণ কেন্দ্র সিলাম চকের বাজারে সার্বজনিন সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি টাকা ব্যয়ে দৃষ্টি নন্দন ঈদগাহটি পুনঃসংস্কার করছে এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ ও প্রবাসীরা। ঈদগাহের দক্ষিণে প্রধান ফটক, নতুন রূপে সসজ্জিত ফটকটি যা ঈদগাহের সৌন্দয্য বৃদ্ধি করেছে পূর্বের তুলনায় বহুগুণ। ঈদগাহ ময়দানে প্রবেশের জন্য মোট রয়েছে ২ টি প্রবেশ পথ উত্তর ও দক্ষিণে।
ঈদগাহে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য মাঠের চারিদিকে নতুন ভাবে পাইপ লাইনের ব্যাবস্থা করা হয়েছে। বড় ধরনের বৃষ্টি হলেও কিছুক্ষণ পরে নামাজ আদায় করা যাবে এ ঈদগাহ ময়দানে। রাতে ঈদগাহের চারপাশের প্রতিটি পিলারে করা হয়েছে নজরকাড়া বর্ণিল আলোকসজ্জা।
মহামারি করোনা ও ঈদগাহ উন্নয়নের কারণে গত দুই বছর মুসল্লিরা ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে পারেননি। ঈদগাহ কে নতুন রূপে তৈরী হওয়াতে মুসল্লীদের মধ্যে ঈদের জামাত ঘিরে রয়েছে বাড়তি উন্মাদনা। আসন্ন ঈদুল ফিতর কে সামনে রেখে বর্তমানে ঈদগাহ ময়দানে পরিস্কার করণ ও চলছে প্যান্ডেল তৈরীর কাজ।
ঈদগাহ কমিটি সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান জামাতের ইমামতি করবেন সিলাম পশ্চিম পাড়া বাইতুল আমান জামে মসজিদ এর খতিব মাওলানা নজরুল ইসলাম।
এছাড়া ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায় এ জামাতের ইমামতি করবেন সিলাম ডালী পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব মাওলানা ফয়জুল আলম। তবে, আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সময় আরো বাড়তে পারে।
স্থানীয় বাসিন্দা মোদাব্বির হোসেন বলেন, নতুন করে ঈদগাহ নির্মাণ ও করোনা মহামারীর কারণে গত দুই বছর এখানে ঈদের নামাজ আদায় করতে পারিনি। তবে এবার এখানে সবার সঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবো বলে খুব ভালো লাগছে।
সিলাম ইউনিয়ন চেয়ারম্যান শাহ অলিদুর রহমান বলেন, রাজকীয় নকশা আর আধুনিক স্থাপত্যে পূর্বের স্থানেই সম্পূর্ণ নতুন রূপে সিলাম শাহী ঈদগাহটি পুনঃনির্মাণ করা হয়েছে। এতে শুধু ঈদগাহে জায়গাই বাড়েনি, ঈদগাহটি এলাকার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে।সেই সঙ্গে সারা বছর এলাকাবাসী এখানে এসে প্রশান্তির নিশ্বাস ফেলতে পারবেন।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান