সিলেট৭১নিউজ ডেস্ক;: সিলেটের কৃতিসন্তান, সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আব্দুল মুহিত শুক্রবার দিবাগত ১টার দিকে মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে শোক প্রকাশ করছেন সিলেটের সর্বস্তরের মানুষ।
তবে সাবেক এই অর্থমন্ত্রীকে নিয়ে শোক প্রকাশের নামে বিতর্কিত মন্তব্য করে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তার এমন স্ট্যাটাসে বইছে সমালোচনার ঝড়।
‘Khandakar Muktadir’ নামক ফেসবুক পেইজ থেকে খন্দকার আব্দুল মুক্তাদিরের দেওয়া একটি পোস্টে বলা হয়- ‘‘জনাব আবুল মাল আব্দুল মুহিত পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছি। আল্লাহ তাঁকে বেহেশত নসিব করুন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। জনাব মুহিত ছিলেন কলেজ জীবনে আমার চাচার সহপাঠী। দীর্ঘ সময় ধরে তিনি ছিলেন ভোটার বিহীন জবর দখলকারী একটি সরকারের অংশ, যে সরকার ইলিয়াস আলী সহ অন্তত চারজন সিলেটি এবং সারাদেশে কয়েকশত গুমের জন্য অভিযুক্ত, অর্থনৈতিক ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকাকালীন তাঁর অনুসৃত ভুল অর্থনৈতিক নীতি এবং একের পর এক দুর্নীতিগ্রস্ত প্রকল্প ও ক্রয় প্রস্তাব পাশের দায় এই জাতির পরিশোধ করতে হবে বহু বছর ধরে। তাঁর স্মৃতির সাথে এই পীড়াদায়ক বাস্তবতা জড়িয়ে থাকবে বহুদিন। তাঁর মাগফেরাতের জন্য দোয়া করি।’’
বিএনপি নেতার এমন নেতিবাচক মন্তব্যকে ‘অনুচিত’ বলে আখ্যা দিচ্ছেন সবাই। খন্দকার মুক্তাদিরের পোস্টের নিচে কমেন্ট বক্সগুলোতেই তার সমালোচনায় মেতে উঠেছেন মানুষ। সিলেট প্রতিদিনের সম্পাদক সাজলু লস্কর লিখেছেন- ‘আপনি জাস্ট একজন ছোট লোক। ছি’।
এম জাকারিয়া আহমেদ নামের একজন লিখেছেন- ‘আপনাকেও একদিন মরতে হবে? বাটপারি বাদ দিয়ে ভালো হবেন এটাই প্রত্যাশা’।
Rajesh Sarkar নামে একজন বলেছেন- ‘আপনার এই স্ট্যাটাস দেখে আমি সত্যিই বিচলিত বা অবাক হয়নি, কারণ আপনি কোন দল থেকে উঠে এসেছেন তার প্রমাণ দিয়ে দিলেন। আপনার জন্য লজ্জা হচ্ছে না, করুণা হচ্ছে, কারণ আপনি আপনার জাতের উর্ধ্বে উঠে কাউকে সম্মান করতে জানেন না।’
সিলেট৭১নিউজ/ইফতি রহমান/সিভি