সিলেট৭১নিউজ ডেস্ক;: শনিবার (৩০ এপ্রিল) সারাদেশে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায়।
এছাড়া বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও।
এদিকে, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, গোপালগঞ্জ,ফরিদপুর, মাদারীপুর, রাঙ্গামাটি জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকা হতে প্রমমিত হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া, আগামী তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যহত থাকতে পারে।
আজ দেশের সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান