সিলেট৭১নিউজ ডেস্ক;: ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না দুই বন্ধু ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না শামীম গাজী (২২) ও মামুন আজিজ (২০) নামে দুই বন্ধুর। মঙ্গলবার (২৬ এপ্রিল) ঈদের কেনাকাটা করে ফেরার পথে ট্রেনের ধাক্কায় নিহত হন শামীম। আর গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মামুন। তাদের বাড়ি সাতক্ষীরার কলোরোয়া উপজেলার বয়েরডাঙা গ্রামে। বিকেলে যশোর শহরতলির খোলাডাঙ্গার গাজীর বাজার রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যশোর থেকে কেনাকাটা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন সাতক্ষীরার কলারোয়ার বয়েরডাঙা গ্রামের দুই বন্ধু শামীম গাজী ও মামুন আজিজ। তখন ট্রেন আসার সময় হওয়ায় রেলক্রসিংয়ের গেট ফেলে দেন গেটম্যান। তারপরও দুই বন্ধু রেলক্রসিংয়ের মধ্যে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়েন।
ওই সময় খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী কমিউটার ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মারা যান শামীম গাজী। গুরুতর আহত হন মামুন আজিজ। জহুরুল নামে একজন রিকশাচালক আহত মামুনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। মামুনের অবস্থা আশঙ্কাজনক।
রেলওয়ে পুলিশ শামীমের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান