রেদওয়ান রুম্মান বড়লেখা প্রতিনিধি;: মৌলভীবাজারের বড়লেখায় মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা (মহুবন্দ) এর ব্যবস্থাপনায় ও উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী’র সার্বিক সহযোগিতায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ রমজান) ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে ও প্রিন্সিপাল হযরত মাওলানা মুনাওয়ার হোসাইন মাহমুদির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান ও মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা আব্দুল মালিক প্রমুখ।
এসময় দেশ-জাতির সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মুনাওয়ার হোসাইন মাহমুদি।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান