গোলাপগঞ্জ প্রতিনিধি;: গোলাপগঞ্জ চিনু মিয়ার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৃহত্তর শীলঘাট গ্রামবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলার ২ নং শীলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছাব আলী সাহেবের সভাপতিত্বে জাহেদ আহমদের সঞ্চালনায় রবি আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আয়োজন করা হয়।
বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম মুন্না, বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল গফফার কুটি, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য ফয়সাল আহমদ, ইসলাম উদ্দিন, ফজলু মিয়া, ইউনুস আলী, গাজী বুরহান উদ্দিন,মনি মিয়া, আলাল উদ্দিন প্রমুখ।
উপস্থিত ছিলেন শামীম আহমদ চৌধুরী, আব্দুল মুতলিব, ইসলাম উদ্দিন, ফজলু মিয়া, আব্দুল মতিন, ইসলাম উদ্দিন, আব্দুল মালিক, আলী হোসেন, মুক্তা মিয়া, ইন্তাজ আলী, ফখরুল ইসলাম, কয়েছ আহমদ, আব্দুল জব্বার, বাচ্চু মিয়া, কাছিম আলী, আবুল হোসেন, আব্দুল হান্নান, ছয়ফুল আলম, আব্দুল হান্নান প্রমুখ।
চালিবন্দর টিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের খাদ্যসামগ্রী বিতরণ চালিবন্দর টিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে মঙ্গলবার বিকেলে নগরীর চালিবন্দর এলাকায় ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন চালিবন্দর টিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সমন্বয়ক কনভেনার লায়ন কাজী আব্দুল মুকিত সুমন, সিলেট মহানগর আওয়ামী লীগ এর কার্যকরী কমিটির সদস্য রাহাত তরফদার, চালিবন্দর জামে মসজিদ সেক্রেটারী আমির আলী, চালিবন্দর যুব কল্যাণ সংস্থার সভাপতি অরুণ শ্যাম বাপ্পী, কাজী আব্দুল বায়েছ, সোয়েব আহমেদ সানু, মাহিন আহমেদ, তানভীর আহমেদ, ফরহাদ আহমদ প্রমুখ।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান