সিলেট৭১নিউজ ডেস্ক;: সিলেট নগরীর উপশহরে ইফতারের পর বাকবিতণ্ডার সময় এক লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাজমুল ইসলাম মনির নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
ওই লন্ড্রি ব্যবসায়ীর নাম মো. সেলিম মিয়া (৬০) । তিনি উপশহর আই ব্লকের রেইনবক্স অটো ড্রাই ক্লিনার্সের মালিক।
মঙ্গলবার (২৬ এপ্রিল) ইফতারের ঠিক পরপর এ ঘটনা ঘটে।
শাহপরাণ (রহ.) থানা অফিসরা ইনচার্জ ওসি আনিসুর রহমান জানান, লন্ড্রি ব্যবসায়ী সেলিম মিয়ার দোকানে মোবাইল ফোন হারিয়েছে দাবি করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন নাজমুল ইসলাম মনির। বাকবিতণ্ডার এক পর্যায়ে মনির সেলিম মিয়াকে ধাক্কা মারলে সেলিম মিয়া পড়ে গিয়ে আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আটককৃত নাজমুল ইসলাম মনির বানিয়াঙ্গ উপজেলার আব্দুল জলিলের পুত্র। সে বর্তমানে নগরীর উপশহর এলাকার আই ব্লক-৩ নম্বর রোড বসবাস করে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান