রেদওয়ান রুম্মান মৌলভীবাজার প্রতিনিধি;: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আবেদ আলী নামে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার (২৫ এপ্রিল) রাতে হবিগঞ্জ জেলার বাহুবল থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হবিগঞ্জ জেলার বাহুবল থানার ডোমগাঁও গ্রামের রহমত আলীর ছেলে।সে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার কমাড়কাপন গ্রামে বসবাস করতো।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইয়ারদৌস হাসান জানান, কমলগঞ্জ থানার এসআই পবিত্র শেখর দাস এর নেতৃত্বে পুলিশ ফোর্স অভিযান চালিয়ে হবিগঞ্জ থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান