রেদওয়ান রুম্মান বড়লেখা প্রতিনিধি;: মৌলভীবাজারের বড়লেখায় (২৩ এপ্রিল) শনিবার বিকাল ৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এসআই জাহেদ আহমদ সঙ্গিয় ফোর্সসহ বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আবদুল্লাহ (৩৫) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি আবদুল্লাহ সিলেট জেলার জকিগঞ্জ থানার জামডহর গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ জনাব জাহাঙ্গীর হোসেন বলেন, বড়লেখা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান