সিলেট৭১নিউজ ডেস্ক;: শেরপুরের নকলায় কাফনের কাপড় মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক নারীর কংকাল উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার গণপদ্দি এলাকার একটি কলাবাগান থেকে ওই কংকাল উদ্ধার করা হয়।
নকলা থানার ওসি মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার সকাল পৌনে ১০টার দিকে গণপদ্দি গ্রামের শাহজাদার কলাবাগানে গরুর জন্য ঘাস কাটতে যান স্থানীয় কয়েকজন কৃষক। ঘাস কাটার সময় ঝোপের ভেতর একটি সাদা বস্তা ও পাশে কাফনের কাপড় মোড়ানো কংকাল দেখতে পান তারা। এটা দেখার সঙ্গে সঙ্গে তারা নকলা থানা পুলিশকে খবর দেন।
তিনি বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাফনের কাপড়ে মোড়ানো অবস্থায় অজ্ঞাত ওই নারীর কংকাল উদ্ধার করে থানায় নিয়ে যায়। মাথার চুল দেখে এটা নারীর কংকাল বলে শনাক্ত করা হয়েছে।
ওসি আরও জানান, আমাদের ধারণা কবর থেকে কংকাল চুরির চক্র এ কাজ করে থাকতে পারে। কংকালটির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আদালতের অনুমতিসাপেক্ষে কংকালটি পুনরায় দাফন করা হবে বলেও জানান তিনি।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান