সিলেট৭১নিউজ ডেস্ক;: সিলেটে রেলওয়ের টিকিট কালোবাজারি চক্রের সদস্য মো.জুফেন আহমদকে (২৭) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। শনিবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় দক্ষিণ সুরমার ভার্থখোলা যমুনা সুপার মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকেট্রেনের অনলাইন টিকেট ২টি, ট্রেনের টিকেটের অনলাইন আবেদন কপি ৩০ টি, কম্পিউটার সিপিইউ ১টি, কম্পিউটার মনিটর ১টি, প্রিন্টার ১টি, মোবাইল ১টি, সীমকার্ড ১টি উদ্ধার করা হয়। গ্রেফতার মো.জুফেন আহমদ (২৭) সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি (কাজির খলা) এলাকার মৃত আজির মিয়ার ছেলে।
র্যাব-৯ মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন যাবত অবৈধ ভাবে ট্রেনের টিকেট জনসাধারণের কাছে দ্বিগুণ অথবা তারও বেশি মূল্যে বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। কাউন্টারে টিকিট সংকটের সুযোগ কাজে লাগিয়ে কালোবাজারিরা বেশ সক্রিয়। তারা অনলাইনে ভিন্ন ভিন্ন পরিচয়পত্র (আইডি) ও মুঠোফোন নম্বর ব্যবহার করে টিকেট সংগ্রহ করে চড়া দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করছে। তাদের দৌরাত্ম্যের কারণে যাত্রীরা জিম্মি। এরই ধারাবাহিকতায়, র্যাব-৯ কালোবাজারিদের গ্রেফতার করার ব্যাপারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টিকেট কালোবাজারি জুফেন আহমদকে গ্রেফতার করা হয়।
র্যাব আর জানায়, ঈদ পূর্ববর্তী সময়ে এই প্রতারক চক্র বিশেষভাবে সক্রিয় থাকে। চক্রের অন্যান্য সদস্য এবং যেকোন পর্যায়ের কালোবাজারির সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা নজরদারী এবং অভিযান অব্যহত থাকবে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান