সুনামগঞ্জ প্রতিনিধি;: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ছায়ার হাওরের মাউতি ফসল রক্ষা বাঁধ ভেঙে তলিয়ে গেল তিন জেলার ধান।
রোববার (২৪ এপ্রিল) সকালে বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকা শুরু করেছে। এতে করে নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং শাল্লার হাওরের ফসল তলিয়ে গিয়েছে।
ছায়ার হাওরের কৃষক কমল দাশ জানান, রোববার ভোর থেকেই হাওরে পানি ঢুকা শুরু করেছে রাতে কালবৈশাখী ঝড়ের সাথে প্রচুর বৃষ্টি হয় ওখান থেকে সকালে মাউতি বাধে ফাটল দেখা দেয় পরে পানি চাপে বাধ উপচে সবদিক দিয়ে পানি প্রবেশ করা শুরু করে, আমার বাক্কা ধান ওই পানির নিচে তলিয়ে গেছে।
তবে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের দাবি এই হাওরের ৯০ ভাগ ধান কাটা শেষ। তিনি বলেন, নদীর পানিতে চাপ বেড়েছে। পানির চাপে আজ সকাকে বাধ দিয়ে পানি প্রবেশ করা শুরু করে তবে ক্ষতি তেমন একটা হবে না কারণ এই হাওরের ৯০ ভাগ ধান কাটা শেষ।
তবে ইউএনও’র কথা মানতে নারাজ শাল্লা উপজেলার বাহারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু।
তিনি বলেন, শাল্লার ছায়ার হাওরের জমি তিন জেলায় গিয়ে পড়েছে, সুনামগঞ্জের শাল্লা নেত্রকোনার খালিয়াজুড়ি ও কিশোরগঞ্জের ইটনায় পড়েছে তবে বেশি অংশ সুনামগঞ্জেরই, তবে ইউএনও মহোদয় যে ৯০ ভাগ ধান কাটা হয়ে গিয়েছে বলছেন সেই তথ্য মানতে পারলাম না কারণ হাওরে অর্ধেক ধান রয়ে গেছে।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান