সিলেট৭১নিউজ ডেস্ক;: ঈদকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরুর প্রথম দিন শনিবার (২৩ এপ্রিল) এনআইডি না নিয়ে স্টেশনে গিয়ে বিপাকে পড়েছেন অনেকে।
কমলাপুর, ফুলবাড়িয়া ও বিমানন্দর স্টেশন ঘুরে দেখা যায়, জাতীয় পরিচয়পত্র না আনায় লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হয়েছে অনেককে। কেউ কেউ আত্মীয়-স্বজনকে ফোন করে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে টিকিট নিয়েছেন।
বিমানবন্দর স্টেশন থেকে টিকেট সংগ্রহকারীরা বলেন, ‘ভোররাত থেকেই লাইনে দাঁড়িয়েছিলাম। দীর্ঘক্ষণ লাইনে থেকে টিকিট হাতে পেলাম।’
টিকেট সংগ্রহ করতে কী কী প্রয়োজন হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘জাতীয় পরিচয়পত্রের নম্বর বলতে হয়। একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে চারটি পর্যন্ত টিকিট পাওয়া যাচ্ছে। বেশি টিকেট নিতে হলে অধিক জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হচ্ছে।’
এবার ঈদে ট্রেনের অগ্রিম টিকেট সংগ্রহকারীদের জাতীয় পরিচয়পত্র দেখানোর ঘোষণা দিয়েছিলেন রেলমন্ত্রী। গত বুধবার রেলমন্ত্রী বলেছিলেন, ‘প্রত্যেক যাত্রীর জন্য নিজ নিজ পরিচয়পত্র প্রয়োজন। আগের মতো একজনের পরিচয়পত্র দেখিয়ে চারটি টিকিট কিনতে পারবেন না।
‘কেউ যদি তার পরিবারের চার সদস্যের জন্য টিকিট কিনতে যান, তবে তাকে চারজনের পরিচয়পত্রই দেখাতে হবে।’
জাতীয় পরিচয়পত্র ছাড়া টিকেট না দেয়ার বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, ‘জাতীয় পরিচয়পত্র ছাড়া টিকেট দেয়ার সিস্টেম নাই। টিকিট কালোবাজারি ঠেকাতে জাতীয় পরিচয়পত্র ছাড়া কাউকে টিকিট দিচ্ছি না। পর্যায়ক্রমে এখন থেকে এনআইডি সিস্টেম হবে। এনআইডি দিয়েই টিকিট নিতে হবে।’
রেলের অগ্রিম টিকেট বিক্রি শুরুর প্রথম দিনে দেয়া হচ্ছে ২৭ এপ্রিলের টিকিট। ২৮ এপ্রিলের টিকেট বিক্রি করা হবে ২৪ এপ্রিল। ২৯ এপ্রিলের টিকেট কেনা যাবে ২৫ এপ্রিল।
৩০ এপ্রিলের টিকেটের জন্য যেতে হবে ২৬ এপ্রিল। আর ১ মে যারা ভ্রমণ করতে চান, তারা ট্রেনের টিকেট পাবেন ২৭ এপ্রিল।
জানা গেছে, সিলেটগামী সব আন্তনগর ট্রেনের টিকেট পাওয়া যাচ্ছে রাজধানীর ফুলবাড়িয়ায় (পুরাতন রেলওয়ে স্টেশন)।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান