বড়লেখা প্রতিনিধি::ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদের নামে অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনায় জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুমন আহমদ বুধবার রাতে থানায় জিডি করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়, সুমন আহমদ গত বুধবার সকাল ১১টার দিকে নিজের ফেসবুক খুলে দেখেন ‘‘Abdul Halim’’ নামের আইডি থেকে বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিনকে জড়িয়ে নানা রকম মিথ্যা ও মানহানিকর লেখা প্রচার করা হয়েছে। এছাড়া একই দিন ‘‘Jiaur Rahman”, ‘ফাহমিদা হাসান ডলি’ ‘‘Ripon Dey” এবং ‘‘beanibazrnews24.com’’ ‘‘বড়লেখা-জুড়ী আমাদের’’ ‘‘Dilip dey’’ সহ কিছু ভুয়া ফেসবুক আইডিতে সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টায় উপজেলা চেয়ারম্যান ও আজির উদ্দিনের ছবি সংযুক্ত করে উপজেলা চেয়ারম্যানের নামে বিভিন্ন প্রকার কুরুচিপূর্ণ মিথ্যা অপবাদ ফেসবুকে প্রচার করা হয়েছে। এতে তার সম্মানহানি হয়েছে।
জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুমন আহমদ বলেন, ‘উপজেলা পরিষদ চেয়ারম্যান কর্তৃক দক্ষিণভাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে লাঞ্ছিত করা হয়েছে বলে বিভিন্ন ভুয়া আইডিতে পোস্ট ও দুই একটি অনলাইন পোর্টালে নিউজ করা হয়েছে। কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি। একটি কুচক্রি মহল উপজেলা চেয়ারম্যানের সম্মান হানি ঘটাতে ভুয়া আইডিতে পোস্ট করে এবং এই মহলের প্ররোচনায় কতিপয় সাংবাদিক নামদারি ব্যক্তি উপজেলা চেয়ারম্যানের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টায় মিথ্যা নিউজ করেছে। এ ঘটনায় আওয়ামী লীগ পরিবার ও আমি বিব্রতবোধ করছি। তাই থানায় জিডি করেছি। সন্দেহভাজনের তথ্যও পুলিশকে দিয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করছেন।’
জিডির বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাস বলেন, ‘বিষয়টি তদন্ত করা হচ্ছে।
সিলেট৭১নিউজ/এস এন/টিআর