রেদওয়ান রুম্মান বড়লেখা প্রতিনিধি;: মৌলভীবাজারের বড়লেখায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন তারুণ্য নাট্যগোষ্ঠীর আয়োজনে ইফতার মাহফিল ও সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রাসেলের স্বদেশে আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে (১৯ এপ্রিল) মঙ্গলবার পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে তারুণ্য নাট্যগোষ্ঠীর সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্রর এবং সহ-সভাপতি হানিফ পারভেজের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, জেলা পরিষদের সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সংবর্ধিত অতিথি তারুণ্য নাট্যগোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক পর্তুগাল প্রবাসী সাইফুল আলম রাসেল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক তপন চৌধুরী, নাট্যযোদ্ধা বড়লেখার সাধারণ সম্পাদক কবি শহীদুল ইসলাম প্রিন্স, তারুণ্যের উপদেষ্টা নাসের সরকার মনি, বড়লেখা অনলাইন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, টিম ফর কোভিড ডেথের সাধারণ সম্পাদক শরফ উদ্দিন, নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি মার্জানুল ইসলাম, ইসলামী ব্যাংক আউটলেট শাখার ব্যবস্থাপক মারুফ হোসাইন সুমন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-মহিলা বিষয়ক সম্পাদক হালিমাতুন সাদিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন তারুণ্য নাট্যগোষ্ঠীর সহ-সাধারণ সম্পাদক সালমান কবির, সাংগঠনিক সম্পাদক অসীম কর, কার্যকরী সদস্য সজল চক্রবর্তী, মুফিজুর রহমান রাসেল, জালাল আহমদ, নাজমুল ইসলাম, হামিদা আক্তার জুমা, সাধারণ সদস্য সাইদুল ইসলাম, হামিদা আক্তার হাম্মি, শামীম আহমদ, আখি আক্তার প্রমুখ।
এসময় তারুণ্য নাট্যগোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক পর্তুগাল প্রবাসী সাইফুল আলম রাসেলের স্বদেশ আগমন উপলক্ষে তারুণ্য নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে সংবর্ধনা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান