সিলেট৭১নিউজ ডেস্ক;: মালদ্বীপে পাকিস্তানি এক ব্যক্তির ছুরিকাঘাতে শাহীন (২৪) নামে বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দেশটির রাজধানী মালের একটি রেষ্টুরেন্টে এই ঘটনা ঘটে।
নিহত শাহীন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর মধ্যপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।
নিহতের চাচা বাইজেদুল ইসলাম বলেন, ‘শাহীন মালদ্বীপে একটি রেষ্টুরেন্টে কাজ করতেন। কাজ করার সময় রেষ্টুরেন্টে শাহীনের সঙ্গে পাকিস্তানি এক ব্যক্তিও কাজ করতেন। কাজ করার সময় কোনো এক বিষয় নিয়ে শাহীনের সঙ্গে পাকিস্তানি ওই ব্যক্তির কথা কাটাকাটি হয়। এ সময় ওই ব্যক্তি শাহীনকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা শাহীনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
বাইজেদুল ইসলাম আরো বলেন, ‘বড় ভাই জাহিদুল ইসলাম সুজন শাহীনের লাশের সঙ্গে আছেন। আমার ভাই জানিয়েছেন, রোববার (১৭ এপ্রিল) ভোররাতে সেই পাকিস্তানিকে মালদ্বীপের পুলিশ আটক করেছে।’
পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা মালদ্বীপে শাহীনের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করছি। তার লাশ কিভাবে ফিরিয়ে আনা যায় সে চেষ্টা করা হচ্ছে।’
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহম্মেদ বলেন, ‘শাহীনের লাশ দেশে আনার জন্য সরকারের পক্ষ থেকে সব সহযোগীতা করা হবে।’
সিলেট৭১নিউজ/ইফতি রহমান