সুনামগঞ্জ প্রতিনিধি;: টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের বর্ধিত গুরমার হাওরে বাঁধ ভেঙে পানি প্রবেশ করছে। এতে করে এই হাওরে প্রায় ছয় হাজার একর বোরো ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
রোববার (১৭ এপ্রিল) সকালে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার সংলগ্ন বর্ধিত গুরমার ২৭ নম্বর প্রকল্পটি দেবে পানি ঢুকতে শুরু করে।
স্থানীয় কৃষকরা জানান, সকালে ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় বাঁধে ফাটল দেখা দেয়। পাটলাই নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে বর্ধিত গুরমার হাওরের ফসল রক্ষা বাঁধের ২৭ নম্বর প্রকল্পটি দেবে যায়। এরপর থেকেই পানি ঢুকেছে হাওরে। হাওরের কৃষকরা স্বেচ্ছাশ্রমে কাজ করে পানি আটকানোর চেষ্টা করেন। তকে তাতেও শেষ রক্ষা হয়নি।
স্থানীয় কৃষক আহমদ করিব জানান, ‘বর্ধিত গুরমার তাহিরপুর ও ধর্মপাশার এই হাওরে প্রায় ছয় হাজার একর জমির বোরো ফসল তলি যাচ্ছে। এ হাওরের খাউজ্যাউরি, নোয়াল, আইন্যা, কলমা ও গলগলিয়া ও ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা এলাকার হাওরগুলোর ফসলি জমিও ডুবে যাবে।’
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবীর বলেন, ‘পাটলাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় গুরমার হাওরের বাধ ভেঙে পানি প্রবেশ করছে। ওয়াচ টাওয়ার সংলগ্ন বাঁধে মাটি ও বাঁশের চাটাই দিয়ে পানি আটকানোর চেষ্টা করছি আমরা।’
সিলেট৭১নিউজ/ইফতি রহমান